Wi-Fi রাউটার যখন ফ্রি বিদ্যুতের উৎস ! ফ্রি ইলেকট্রিসিটির ধারণা প্রথম নিয়ে আসেন বিজ্ঞানী নিকোলা টেসলা। কিন্তু কিছু অতি মুনাফা লোভী ব্যবসায়ীদের কারণে সেই প্রজেক্ট আর আলোর মুখ দেখেনি।
তবে কি নিকোলা টেসলার অধরা স্বপ্ন কখনোই বাস্তবে রূপ নেবে না?
নিকোলা টেসলার এই অধরা স্বপ্নকে বাস্তবে রূপ দিতে বেশ অনেকটাই এগিয়ে গেছেন যুক্তরাষ্ট্রের ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (MIT) একদল গবেষক।
গতবছর তাঁরা ওয়াইফাই এর মাধ্যমে ডিভাইসে ইলেকট্রিসিটি সরবরাহের সফল পরীক্ষা চালিয়েছেন। এক্ষেত্রে তাঁরা নতুন ধরনের "রেকটেনা" নামক একটি যন্ত্র ব্যবহার করেছেন।
তাঁদের উদ্ভাবিত যন্ত্রটি দ্বিমাত্রিক। যার ভেতর দিয়ে ওয়াই-ফাই তরঙ্গ অতিক্রম করলে তা পরিবর্তনশীল বিভিন্ন দিকমুখী বিদ্যুৎকে (এসি) একমুখী বিদ্যুতে (ডিসি)-রূপান্তর করবে, ফলে সেই যন্ত্রে বিদ্যুৎ উৎপন্ন হবে। এখানে ব্যবহৃত হবে নতুন একধরনের ‘রেকটেনা’(সংকেত গ্রহণকারী একধরনের রিসিভার অ্যানটেনা)। রেকটেনাতে থাকছে আধুনিক সেমিকন্ডাক্টর, যা ওয়াই-ফাই তরঙ্গকে ধরে ফেলবে এবং তাকে ব্যবহারযোগ্য একমুখী বিদ্যুতে রূপান্তরিত করবে।
গবেষণাগারে এক পরীক্ষায় দেখা গেছে যে, এ যন্ত্রটি প্রায় ১৫০ মাইক্রোওয়াটের ওয়াই-ফাই সিগন্যালের থেকে শক্তি নিয়ে প্রায় ৪০ মাইক্রোওয়াট ক্ষমতার বিদ্যুৎ উৎপাদন করতে পারে, যা একটি সিলিকন চিপে কিংবা মোবাইল ফোনের পর্দায় আলো জ্বলার জন্য যথেষ্ট।
এই আবিষ্কারের পিছনে গোপন উপাদানটি হল molybdenum disulfide (MoS2) নামের একটি উপাদান। ইনপুট পাওয়ারের উপর ভিত্তি করে এই উপাদানে তৈরি রেকটেনা সর্বোচ্চ ৪০% দক্ষতায় কাজ করতে পারে।
এটি প্রায় ৩০% দক্ষতার সাথে ১০ গিগাহার্জ ( GHz) অবধি ওয়্যারলেস সিগন্যালকে ডিসি বিদ্যুতে রূপান্তর করতে সক্ষম।
তবে বর্তমানে রেকটেনা(rectenna) গুলো সিলিকন এবং গ্যালিয়াম আর্সেনাইড থেকে তৈরি করা হচ্ছে। যা ৫০ থেকে ৬০ শতাংশ আউটপুট দক্ষতায় কাজ করতে সক্ষম।
যদি এই প্রজেক্টটি পুরোপুরিভাবে সফল হয়, তবে আমাদের সামান্য নতুন একটি যুগ অপেক্ষা করছে।
যেখানে আমরা ব্যাটারি ছাড়াই মোবাইল ফোনসহ অন্যান্য ডিভাইস ব্যবহার করতে পারবো। রাস্তার দু'পাশে আর বৈদ্যুতিক খুঁটি কিংবা তারের জঞ্জাল দেখা যাবে না।
সেইসাথে বিজ্ঞানী নিকোলা টেসলার সেই অধরা স্বপ্নও বাস্তবে রূপ নেবে।
Photo : IBC,Pixabay
Sources :
1. https://tinyurl.com/y9wbjknf
2. https://tinyurl.com/y5kclpwt
3. https://tinyurl.com/y59zeqjl
4. https://tinyurl.com/yak3zoee
Written by : Md.Azmal Hosain
0 Comments