What is HTML? HTML is a Programming Language?

HTML কি?? HTML কি একটি programmimg language?


What is HTML? Is HTML a Programming Language?


আমরা সকলেই জানি HTML এর পূর্ণরুপ হলো Hyper Text Markup Language. HTML কোন programming language নয়। HTML হলো standard markup language. HTML ব্যবহার হয় web pages তৈরি করার জন্য।
HTML এর মাধ্যমে web page এর প্রতিটা অংশকে চিহ্নিত করা হয়, এই প্রতিটা অংশকে element বলা হয়। প্রতিটি elements start tag দিয়ে শুরু হয় এবং end tag দিয়ে শেষ হয়। Facebook, Google, YouTube সহ সকল প্রকার ওয়েবসাইট HTML দিয়ে তৈরি করা হয়।

এখানে HTML এর Example দেয়া হলোঃ

<!DOCTYPE html>
<html>
<head>
<title>Page Title</title>
</head>
<body>

<h1>My First Heading</h1>
<p>My first paragraph.</p>

</body>
</html>

Example টি ব্যাখ্যা করা হলোঃ
 এখানে <!DOCTYPE html> এর মাধ্যমে ওয়েব ব্রাউজারকে বোঝানো হচ্ছে HTML documents টি কোন Version এ লেখা রয়েছে।
আমরা সকলেই জানি কোন জিনিসই perfect নয়। HTML ও তার ব্যাতিক্রম নয়। HTML এরও Version আছে। বর্তমানে HTML5  Version চলছে।

<html> হলো root elements, web page এর সম্পুর্ন content root elements মানে <html> এর মধ্যে থাকবে।

<head> এই tag টির মধ্যে web page এর meta information থাকে।

<title> এই element টি web page এর Title নির্দেশ করে। যা ওয়েব ব্রাউজারের উপরে দেখা যায়।

<body> web page এর মধ্যে যে সকল তথ্য থাকে (যেমনঃ text, image & video etc) সেই সব তথ্য এই element এর মধ্য থাকে।

<h1> সব থেকে বড় heading টি নির্দেশ করে।

<p> এই element টি paragraph কে নির্দেশ করে।

আর্টিকেল টি ভালো লাগলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না।
ধন্যবাদ 

Post a Comment

0 Comments