Hosting কি? কেন Hosting প্রয়োজন?
আমি আগেও বলেছি Hosting কি জিনিস তবে তা খুবই সামান্য ছিল। আজ আমি আপনাদের বলবো Hosting কি আর কেন Hosting প্রয়োজন?
আমরা সকলেই ওয়েবসাইট ব্যবহার করি। আপনারা এখন যারা ফেসবুকে এই পোস্ট টি পড়ছেন তারা অবশ্যই ফেসবুক অ্যাপ বা ওয়েবসাইটের মাধ্যমে পড়ছেন। আর অথবা আমার ওয়েবসাইটের মাধ্যমে পড়ছেন। আপনারা এই পোস্টটিতে কিছু লেখা এবং একটি ইমেজ দেখতে পাচ্ছেন। আপনারা ফেসবুকে বা আমার ওয়েবসাইটে বা অন্য সকল ওয়েবসাইটে লেখা, ইমেজ এবং ভিডিও দেখতে পান। নিশ্চয়ই এই লেখা, ইমেজ এবং ভিডিও কোথাও না কোথাও save করে রাখা আছে নাহলে আপনি বা আমি দেখছি কি করে। এই সকল তথ্য এক বিশেষ ধরনের কম্পিউটারে সংরক্ষণ করে রাখা আছে যাকে server বলে। আপনি বা আমি যখন আমাদের ব্রাউজারে ডোমেইন নাম Enter করি তখনি server আমাদের ব্রাউজারকে server এ থাকা সকল তথ্য পাঠিয়ে দেয়। এবং ব্রাউজার সব তথ্য গুছিয়ে আমাদের সামনে প্রদর্শন করে।
আপনি যদি না জানেন Domain name কি?? বা Domain name কিভাবে কাজ করে তাহলে আমার পুরনো পোস্ট টি পড়তে পারেন। এই সকল তথ্য যে কম্পিউটারে সংরক্ষণ করা হয় তাকেই Hosting বা Server বলে। পোস্টটি ভালো লাগলে অবশ্যই আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন ধন্যবাদ।
0 Comments