Domain কি? Domain কেন প্রয়োজন?? Domain না থাকলে কি সমস্যা হতো?
![]() |
What is a domain?
আমরা সবাই Facebook, YouTube & Google ইত্যাদি ব্যবহার করি। আমার যখন কোন browser যেমন Google Chrome, Mozila FireFox & Opera Mini তে গিয়ে লিখি facebook.com তখন আমাদের সামনে Facebook open হয়। এই facebook.com একটি domain এভাবে youtube.com বা google.com এগুলো সব domain.
Why domains are needed ??
আমরা Facebook এ যেসব ছবি, ভিডিও বা লেখা দেখি তা Facebook এর server এ save থাকে মানে একটি কম্পিউটার এ সকল তথ্য save থাকে। প্রত্যেকটি server (computer) একটি করে unique IP address থাকে। এমনকি আপনার মোবাইল বা কম্পিউটারেও একটি IP address আছে যা একে অপরের থেকে আলাদা।
একজনের ip address এর সাথে অন্য আরেকজনের ip address এর মিল থাকবে না। আমার একটি ওয়েবসাইট এর IP address: 51.89.44.191 google.com এর ip address: 172.217.17.142 এবং আমি যে মোবাইল দিয়ে internet ব্যবহার করছিলাম তার ip address: 37.111.232.167 ip address এমনি হয় যা মনে রাখা খুব কঠিন। আমরা যেমন সবার মোবাইল নাম্বার তাদের নাম দিয়ে সেভ করে রাখি তেমনি প্রতিটি ওয়েবসাইটের number (ip address) domain name এর মধ্যে save করে রাখি।
What would be The problem without the Domain Name?
একবার ভেবে দেখুন তো google.com এর পরিবর্তে 172.217.17.142 লিখে google এ ঢুকতে হতো facebook, youtube এবং বাকি সকল ওয়েবসাইটে এভাবে ip address এর মাধ্যমে ঢুকতে হতো তাহলে কত সমস্যায় পড়তে হতো আমাদের তাই না? যাতে আমাদের ip address মনে রাখতে না হয় এবং খুব সহজেই যাতে ওয়েবসাইট এর নাম মনে রেখে সেসব ওয়েবসাইট ব্যবহার করতে পারি তাই domain name ব্যবহার করা হয়।
0 Comments